বাংলার যেকোনো বিশেষ দিবস মানেই নগর বাউলের উপস্থিতি অনিবার্য! রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এদিনও হবে না তার ব্যতিক্রম। উৎসব মুখর এই দিনে রাজধানীর একাধিক জায়গায় সুরে কণ্ঠে মাতাবেন জেমস।
এমনটাই জানিয়েছেন জেমসের মুখপাত্র রুবাইয়্যাত ঠাকুর রবিন।
গত কয়েক দশক ধরেই স্টেজ মাতিয়ে বেড়াচ্ছেন জেমস। বিশেষ করে ওপেন স্টেজে লাইভ অনুষ্ঠানগুলোতে এখনো তিনি তুলনাহীন। তার নামে এখনো অজস্র তরুণ যুবা নিজেদের হারিয়ে ফেলেন। গানের জেমস যেন এক মুগ্ধতার নাম। আর এই মুগ্ধতা ছড়িয়ে দিতে পয়লা বৈশাখে তিনি উপস্থিত থাকবেন অন্তত দু’টি কনসার্টে।
এদিন রমনার বটমূলে সকাল থেকে শুরু হওয়া কনসার্টে গাইবেন জেমস। রবিন ঠাকুর জানান, রমনায় এই প্রোগ্রামটিতে জেমস ভাইয়ের মঞ্চে উঠার কথা দুপুর আড়াইটায়।
এছাড়া বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরেও গাওয়ার কথা রয়েছে জেমসের। তবে এই কনসার্টটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলে জানান রবিন। বলেন, নিরাপত্তাজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের কনসার্টটি এখনো নিশ্চিত নয়।