সারা পৃথিবীতে হুয়াওয়ের বিক্রি করেছে ৫৯ মিলিয়ন স্মার্টফোন। আর প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় হুয়াওয়ের আয় বেড়েছে ৩৯ শতাংশ। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে ইয়াহু নিউজ।
ইয়াহু নিউজ এর প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোন ও নেটওয়ার্ক ইনফ্রাস্টাকচার মিলে হুয়াওয়ের এই আয়ের পরিমাণ বাড়িয়েছে। হুয়াওয়ে জানিয়েছে, তাদের নেট আয় হয়েছে ৮ শতাংশ।
হুয়াওয়ের এমন প্রতিবেদনের পর ধারণা করা হচ্ছে, শীঘ্রই বিশ্বব্যাপী ফোন সরবরাহের দিক দিয়ে অ্যাপলকে ছাড়িয়ে যাবে হুয়াওয়ে। ২০২০ সাল নাগাদ তারা স্যামসাংয়ের ঘাড়ের উপরে নিঃশ্বাস নেবে।