ইংল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে নেই। তবে বিশ্বকাপের আগে পাকিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য ইংল্যান্ড দলে ছিলেন স্যাম বিলিংস। সেখানে ভালো করলে বিশ্বকাপে ঢুকে যাওয়ার সুযোগও ছিল।
কিন্তু ভাগ্য স্যাম বিলিংসকে টেনে নিলো পেছনের দিকে। ইংল্যান্ডের হয়ে ১৫টি ওয়ানডে খেলা ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের বাঁ কাধের হাড় আলগা হয়ে গেছে। ফলে ছিটকে পড়েছেন দল থেকে।
বৃহস্পতিবার গ্ল্যামারগনের বিপক্ষে কেন্টের হয়ে ওয়ানডে কাপের ম্যাচ খেলার সময় এই ইনজুরিতে পড়েছেন বিলিংস।
ইংল্যান্ড দলে তার স্থলাভিষিক্ত হিসেবে ডাকা হয়েছে সারের উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকসকে।
বিশ্বকাপের আগে আগামী ৩ মে মালাহাইডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ৫ মে সোফিয়া গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে খেলবে টি-টোয়েন্টি।
চোট কতটা গুরুতর সেটা পরীক্ষা করতে শুক্রবারই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়েছেন বিলিংস। তবে কতদিনের জন্য তিনি মাঠের বাইরে ছিটকে পড়লেন, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।