নড়াইলের সেই হাসপাতালে নতুন ২ চিকিৎসক

ডেস্ক রিপোর্ট

মাশরাফি
মাশরাফি। ছবি : সংগৃহিত

স্বাস্থ্য মন্ত্রণালয় মাশরাফি বিন মুর্তজার ঝটিকা অভিযানের পর নড়াইল সদর হাসপাতালে আরও দুই চিকিৎসককে পদায়ন করেছে।

আজ মঙ্গলবার এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-৩ অধিশাখা) উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় আগামী ৩ কার্যদিবসে বদলিকৃত ওই দুই চিকিৎসককে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

নতুন পদায়নকৃত দুই চিকিৎসক হলেন আহাদ আলী সরকার ও ডা. মো. মোশফেক-উর রহমান।

যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. আহাদ আলী সরকার। পদায়নকৃত কর্মস্থলে তিনি সিনিয়র কনসালটেন্ট (চ: দা:) হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া ডা. মো. মোশফেক-উর রহমানকে জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) হিসেবে ওই হাসপাতালে পদায়ন করা হয়েছে।

এর আগে তিনি যশোর সদর হাসপাতালের সংযুক্ত হিসেবে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে