অবশেষে দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গেই বাগদান হলো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনর। তার দীর্ঘদিনের সঙ্গীর নাম ক্লার্ক গেফোর্ড। তিনি একজন টেলিভিশন উপস্থাপক। খবর বিবিসির
আজ শুক্রবার একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেসিন্ডার বাম হাতে হীরার একটি আংটি দেখেই বাগদানের খবর ছড়িয়ে পড়ে।
প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র জানান, ইস্টার সানডের পর তারা বাগদান সম্পন্ন করেছেন।
- আরও পড়ুন >> ভারতে ফণী আতঙ্কে বেঁধে রাখা হলো ট্রেন!
- আরও পড়ুন >> সোমবার এসএসসির ফল প্রকাশ
বাগদানের পর রেডিও নিউজিল্যান্ডকে জেসিন্ডা আরডার্ন বলেন, আমি অনেক ভাগ্যবতী। আমি এমন একজন সঙ্গী পেয়েছি, যিনি সব সময় আমার পাশে থাকেন। তিনি আমাদের দায়িত্বের একটা বিশাল অংশ ভাগ করে নিয়েছেন। কারণ তিনি একজন বাবাও।
এর আগে গত বছর জেসিন্ডা ও গেফোর্ডের ঘরে জন্ম নেয় একটি মেয়েসন্তান। তার নাম নিভ তে আরোহা।
প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে সন্তান জন্মদান করা দ্বিতীয় নারী হলেন জেসিন্ডা আর্ডেন। এর আগে এই পদে থাকার সময় সন্তান জন্ম দিয়েছিলেন পাকিস্তানের দুইবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টো।
২০১২ সালে একটি অনুষ্ঠানে জেসিন্ডা ও গেফোর্ডের পরিচয় হয় বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।