ওয়ানডে ক্রিকেটে উদ্বোধনী উইকেট জুটিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান। আজ বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে উদ্বোধণী জুটিতে ২৫২ বলে ৩০৪ রান যোগ করেন ইমাম-জামান। এর আগে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও উপুল থারাঙ্গা। ২০০৬ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলংকার দুই ওপেনার থারাঙ্গা ও জয়সুরিয়ার উদ্বোধণী জুটিতে ১৯১ বলে ২৮৬ রান করে বিশ্ব রেকর্ডে করেন। ১২ বছর পর ওয়ানডেতে উদ্বোধণী জুটিতে নতুন বিশ্বরেকর্ডের জন্ম দিলেন ইমাম-জামান।
সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ব্যাট হাতে নেমে অবলীলায় রান তুলেছেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-জামান। ১০৬ বলে শতরান, ১৯০ বলে দু’শত এবং ২৫০ বলে ৩’শত রানের জুটি গড়েন ইমাম-জামান। ইনিংসের ২৫২তম বলে স্কোর বোর্ডে ৩০৪ রান রেখে বিচ্ছিন্ন হন তারা।
এরমধ্যে ইমাম-জামান দু’জনই স্বাদ নেন সেঞ্চুরির। ৮টি চারে ১২২ বলে ১১৩ রান করে আউট হন ইমাম। তবে ওয়ানডেতে পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে ডাবল-সেঞ্চুরি তুলে নেন জামান। শেষ পর্যন্ত ২৪টি চার ও ৫টি ছক্কায় ১৫৬ বলে অপরাজিত ২১০ রান করেন জামান।
শুধুমাত্র উদ্বোধণী জুটিতেই নয়, পাকিস্তানের হয়ে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন ইমাম-জামানের দঝখলে। পাকিস্তানের হয়ে যেকোন উইকেটে এর আগে রেকর্ডটি ছিলো আমির সোহেল ও ইনজামাম-উল-হকের।
১৯৯৪ সালে শারজাহতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২৬৩ রান করেছিলেন সোহেল-ইনজামাম জুটি। তবে আজ সোহেল-ইনজামামের রেকর্ড জুটিও ভেঙ্গে ফেললেন ইমাম-জামান।
ইমাম-জামানের ৩০৪ রানের জুটি বিশ্ব রেকর্ডের তালিকায় চতুর্থস্থানে। ওয়ানডে ক্রিকেটে জুটি বেঁধে সর্বোচ্চ রান বিশ্বরেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের পুল ‘বি’র ম্যাচে ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৩৭২ রান যোগ করেন গেইল-স্যামুয়েলস জুটি।
দ্বিতীয় ও তৃতীয়স্থান দখলে রয়েছে ভারতের। ১৯৯৯ সালে হায়দারাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৩৩১ রান যোগ করেন ভারতের শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়।
একই বছর ওয়ানডে বিশ্বকাপে টনটনে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৩১৮ রান যোগ করেন ভারতের সৌরভ গাঙ্গুলী ও দ্রাবিড়।
উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড গড়লেন ইমাম-জামান
ক্রীড়া ডেস্ক