২০১৭ সালে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে রান উৎসবে মেতেছিল বাংলাদেশ দল। প্রতিপক্ষের দিকে বাংলাদেশ ছুড়ে দিয়েছিল ৩৯৫ রানের বিশাল লক্ষ্য। সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল ১৯৯ রানের বিশাল ব্যবধানে।
টসের সঙ্গে সঙ্গে এবার সেটি হওয়ার সম্ভাবনা উবে গেল। ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ দল আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছে আয়ারল্যান্ড উলভসের (আয়ারল্যান্ড ‘এ’) বিপক্ষে।
ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাব মাঠে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক দল।
টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ দল নতুন বল তুলে দিয়েছে রুবেল হোসেন ও তাসকিন আহমেদের দিকে। আইরিশ ওপেনার জ্যাক টেকটরকে (১৫) মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়ে শুভ সূচনা করেছেন রুবেল। ৯ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৪৬ রান। ৫ ওভার বল করে রুবেল দিয়েছেন ২৬ রান। কোনো উইকেট না পেলেও তাসকিনও সঙ্গীর চেয়ে কিপটে বোলিং করছেন। ৪ ওভারে ১৮ রান দিয়েছেন তাসকিন। ২৯ বলে ৬ চারে ২৬ রানে অপরাজিত আছেন জেমস ম্যাককলাম।