রাজউকের নতুন চেয়ারম্যান সুলতান আহমেদ

মহানগর ডেস্ক

রাজউকের নতুন চেয়ারম্যান সুলতান আহমেদ
সুলতান আহমেদ। ফাইল ছবি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান এবং পরিবেশ অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

রাজউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সুলতান আহমেদ। অপরদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল কাদিরকে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সুলতান আহমেদ রাজউকের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা আব্দুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। গত ১৪ মে আব্দুর রহমানের মেয়াদ শেষ হয়।

বিসিএস (প্রশাসন) ৮ম ব্যাচের কর্মকর্তা সুলতান আহমেদ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়ন করেন।

তিনি গত বছরের জানুয়ারিতে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে