রোববার ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ ২৩ মে (বুধবার) আনুষ্ঠানিক ফলাফল জানা যাবে। তবে বুথ ফেরত জরিপে বিজেপি জোটের এগিয়ে থাকার খবরের ভিত্তিতে আগামী পাঁচ বছরের পরিকল্পনা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি।
বুথ ফেরত জরিপ বলছে, আবারও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। তাই আনুষ্ঠানিক ফলের অপেক্ষায় না থেকে বুথ ফেরত জরিপের ওপর ভর করেই আগামী পাঁচ বছরে বিজেপি সরকারের কর্ম পরিকল্পনা ঠিক করেছেন মোদি।
জানা যায়, গত মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ’র ডাকে জোটের নেতাদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়। সেখানেই আগামী পাঁচ বছরের সরকারের কর্ম পরিকল্পনা পাস হয়।
বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দেন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট হলো দেশ শাসনের অন্যতম স্তম্ভ।
রাজনাথ সিংহ বলেন, আগামী পাঁচ বছরের জন্য মূলত জাতীয় নিরাপত্তা, জাতীয়তাবাদ এবং উন্নয়নকে সামনে রেখে কাজ করবে সরকার। সরকার বিগত পাঁচ বছরে প্রতিশ্রুতির লক্ষ্যমাত্রা সম্পূর্ণ করতে পেরেছে। আগামী সময়সীমায় তা আরও দ্রুত কার্যকর করতে হবে।
- বিএনপি উপ-নির্বাচনে যাওয়ায় খালেদা জিয়ার অসন্তোষ
- গ্যাসের আগুনে একই পরিবারের ৪ জনের মৃত্যু
- মানহীন সেই ৫২ পণ্যের বিরুদ্ধে খাদ্য কর্তৃপক্ষের মামলা
এদিকে কংগ্রেসসহ বিরোধী দলগুলো বুথ ফেরত সমীক্ষাকে মিথ্যাচার বলেছেন। তবে বিজেপি বলছে, আমাদের জয় এখন সময়ের অপেক্ষা। বিরোধী দলগুলো ব্যাপক মাত্রায় ইভিএম কারচুপির অভিযোগ আনলেও তা নাকচ দিয়েছে নির্বাচন কমিশন।