বিশ্বকাপের সেরা তিন পেসারের নাম জানালেন ম্যাকগ্রা

ক্রীড়া ডেস্ক

জসপ্রিত বুমরা, কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স
জসপ্রিত বুমরা, কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স । ছবি: এএফপি

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার গ্লেন ম্যাকগ্রার বাজির ঘোড়া উপমহাদেশের এক পেসারসহ তিন পেসার।

বোদ্ধাদের মতে, ইংল্যান্ডের কন্ডিশনে পেসাররা একটু হলেও বাড়তি সুবিধা পাবে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাও তা–ই মনে করছেন। এক সাক্ষাৎকারে পছন্দের তিন পেসারের নামও জানিয়েছেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ভারতের জসপ্রিত বুমরা এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবার বিশ্বকাপে ম্যাকগ্রার বাজির ঘোড়া।

বরাবরের মতো এবারও বিশ্বকাপে ফেবারিট অস্ট্রেলিয়া। দেশকে ষষ্ঠ শিরোপা জেতানোর লক্ষ্য অ্যারন ফিঞ্চের দলের। কামিন্স এ লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট–শিকারি ম্যাকগ্রা।

কামিন্সের ভূয়সী প্রশংসাই করেছেন ৪৯ বছর বয়সী সাবেক এ পেসার, ‘ও অনেক পরিশ্রমী, সব সময় নিজের শতভাগটা দেওয়ার চেষ্টা করে। মানুষ হিসেবেও ভালো, দক্ষ ব্যাটসম্যান এবং দুর্দান্ত ফিল্ডার। সত্যিকারের এক অলরাউন্ডার। তবে আপনি তাকে পেসার হিসেবেই দলে চাইবেন, যেন শতভাগ নিংড়ে দিতে পারে।’

বিশ্বকাপে এক ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ডগড়া ম্যাকগ্রার দ্বিতীয় পছন্দ কাগিসো রাবাদা। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেকের পর রাবাদা নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচে থাকা এ পেসারকে নিয়ে ম্যাকগ্রা বলেন, রাবাদা কিছুদিন ধরেই বেশ ভালো ফর্মে আছে। ও জানে কীভাবে জোরে বল করে ব্যাটসম্যানকে চাপে ফেলতে হয়। ওর মধ্যে লড়াকু মানসিকতা আছে।

ভারতের পেসার জসপ্রিত বুমরা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় বোলার। ‘ডেথ ওভার’-এ বুমরার মতো পেসার পেতে চান অনেক অধিনায়কই। ৪৯ ওয়ানডেতে ৮৫ উইকেট পাওয়া বুমরার ইকোনমি রেটও দুর্দান্ত—৪.৫১। তাঁর শক্তির জায়গাটা নিখুঁত ইয়র্কার। ম্যাকগ্রা এবার বিশ্বকাপে সেরা পেসার হিসেবেই মানছেন বুমরাকে, পুরোনো বলে ইয়র্কার মারতে পারা তার অন্যতম শক্তির জায়গা। সময়ের সঙ্গে ও আরও পরিণত হচ্ছে। বিশ্বকাপে ভারতের জন্য ও গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে