দুই দলই হেরেছে নিজ নিজ প্রথম ম্যাচ। তাই প্রত্যেকের লক্ষ্যটা অভিন্ন, চাই বিশ্বকাপে নিজেদের প্রথম জয়। এ লক্ষ্য সামনে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে ১০ উইকেটে পরাজিত হওয়া শ্রীলঙ্কা, আজকের ম্যাচেও করবে আগে ব্যাটিং। টস জিতে আগে বোলিং করার পেছনে মেঘলা আবহাওয়ার কারণ উল্লেখ করেছেন আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব।
অস্ট্রেলিয়ার কাছে নিজেদের প্রথম ম্যাচে হারলেও, এ ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্তান। একটি পরিবর্তন এসেছে লঙ্কান একাদশে। জিভান মেন্ডিসের বদলে সুযোগ পেয়েছেন নুয়ান প্রদীপ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারাত্নে, লাহিরু থিরিমান্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ এবং লাসিথ মালিঙ্গা।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ্, হাশমতউল্লাহ শহিদি, মোহাম্মদ নবী, গুলবদিন নায়েব, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, দাওলাত জাদরান, মুজিব উর রহমান এবং হামিদ হাসান।