তিন দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় বেপরোয়া গাড়ি চালনায় বেড়েছে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে বাইক চালকরা নিয়ম কানুনের তোয়াক্কাই করছেন না। আর নজরদারিতেও ঢিলেঢালা ভাব থাকায় হাসপাতালে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে।

হেলমেট ছাড়া বেপরোয়া গাড়ি চালানোর কারণে মামলা খেলেও পরদিনই একই অপরাধে আবারও জরিমানার মুখে পড়েন এক বাইক চালক।

ঈদের ছুটির কারণে রাজধানী ঢাকাও একেবারে ফাঁকা। নেই ট্রাফিক সংকেত আর যানজটের বাধা। এই সুযোগে যে যার মত ছুটিয়ে দিচ্ছেন গাড়ি। ফলে ঘটছে দুর্ঘটনা। রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে ভর্তি অনেকেই।

হাসপাতালে ভর্তি এক রোগী বলেন, অটোতে করে যাচ্ছিলাম মোটর সাইকেল এসে মেরে দিছে। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসছে।

পঙ্গু হাসপাতালের আবাসিক চিকিৎসক সুজিত কুমার বলেন, জরুরি বিভাগে ঈদের আগেই প্রতিদিন ৩০০-র মতো রোগী আসছে। যেভাবে দুর্ঘটনা বাড়ছে এর প্রতিকার প্রয়োজন।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, গত তিন দিনে শুধুমাত্র বাইক দুর্ঘটনায় সারাদেশে মারা গেছে ২২ জন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে