‘এই সংসদের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই’

ডেস্ক রিপোর্ট

রুমিন ফারহানা
ফাইল ছবি

বিএনপির মনোনয়নে সংরক্ষিত আসনের নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি এমন একটি সংসদে বসছি, সেই সংসদের সঙ্গে বাংলাদেশের মানুষের ভোটের কোনো সম্পর্ক নেই। সুতরাং আমরা যদি সংবিধানের আলোকে দেখি, তাহলে এই সংসদটি সম্পূর্ণ অবৈধ।

আজ রোববার দুপুরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

এ সময় ‘অবৈধ সংসদে’ শপথ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা সংসদকে ব্যবহার করবো দেশের কথা, মানুষের কথা, আমার দলের কথা, আমাদের নির্যাতিত নেতাকর্মীদের কথা বলার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের জন্য। 

বিএনপির এই নারী সংসদ সদস্য আরও বলেন, খুব খুশি হবো আমার সংসদ সদস্য হওয়ার মেয়াদ একদিনের বেশি না হলে। আমি চাই যেন অতি দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়।

এর আগে দুপুর ১২টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নেন রুমিন। তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার।

এ সময় চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন রুমিন ফারহানা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে