ছাত্রলীগের পদবঞ্চিতরা স্মারকলিপি দেবেন প্রধানমন্ত্রীকে

ডেস্ক রিপোর্ট

ছাত্রলীগ
ফাইল ছবি

কমিটি গঠনের পর এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও বিতর্কিতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় নিজেদের অবস্থান তুলে ধরে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন ছাত্রলীগের পদবঞ্চিতরা।

সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন তারা। বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সংবাদ সম্মেলন শেষে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন তারা।

universel cardiac hospital

কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেয়া এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়ার দাবি থাকবে এতে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থানরত আন্দোলনকারীরা এ তথ্য জানান।

এ বিষয়ে ছাত্রলীগের সদ্যবিদায়ী কমিটির সমাজসেবা সম্পাদক রানা হামিদ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, সোমবার আপার কাছে আমাদের স্মারকলিপি দেয়ার কথা ছিল। কিন্তু আমরা সবাই কথা বলে মঙ্গলবার তা করার চিন্তা করেছি। এরপর আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। সেক্ষেত্রে অনশনের দিকেই হয়তো আমাদের যেতে হবে। আমাদের কর্মসূচি চলবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে