ভারতে ৩ বাংলাদেশিসহ নব্য জেএমবি’র ৪ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

গ্রেফতার ৪ জন -ছবি : আনন্দবাজার পত্রিকা

ভারতের পশ্চিমবঙ্গে তিন বাংলাদেশিসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির চার সদস্যকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। তারা হলেন— মো. জিয়াউর রহমান ওরফে মহসিন, মামুনুর রশিদ, মো. শাহিন আলম ওরফে আলামিন এবং রবিউল ইসলাম।

কলকাতা পুলিশ সূত্র জানায়, তাদের মধ্যে মহসিন, মামুনুর ও আলামিন বাংলাদেশের নাগরিক এবং রবিউল পশ্চিমবঙ্গের বীরভূমের নয়াগ্রামের বাসিন্দা। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে শিয়ালদহ স্টেশনের পার্কিং এলাকা থেকে মহসিন ও মামুনুরকে গ্রেফতার করে পুলিশ। তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হাওড়া স্টেশন থেকে আলামিন ও রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ছবি ও ভিডিওসহ মোবাইল ফোন, আইএস মতাদর্শের বেশ কিছু প্রচার পুস্তিকা ও পত্রিকা পাওয়া গেছে। মঙ্গলবারই তাদের  আদালতে তোলা হবে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতার তিন বাংলাদেশি জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে দীর্ঘ দিন ধরে জড়িত। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চলছে। তাই তারা ভারতে পালিয়ে এসে গা ঢাকা দিয়েছে।

এসটিএফ-এর জয়েন্ট সিপি শুভঙ্কর সিংহ জানান, গ্রেফতার চারজনকে এসটিএফ হেফাজতে চাইবেন তারা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে