গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকে দেশব্যাপী আধা বেলা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল পালনে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে বাম দলগুলোর কর্মীরা।
এতে শাহবাগ থেকে সায়েন্সল্যাব অভিমুখী যানবাহনগুলো মৎস্যভবন-বাংলামটর হয়ে হাতিরপুল রুট ব্যবহার করছে।
অন্যদিকে ফার্মগেট থেকে শাহবাগমুখী গাড়িগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল-মৎস্যভবন রুট দিয়ে বেরিয়ে যাচ্ছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে এমন ডাইভারশনের কারণে ব্যাপক যানজটের মুখে পড়েছেন অফিসগামীরা।
এছাড়া পল্টন মোড়ে অবস্থান নিয়েছে হরতাল সমর্থকরা। এতে সেখানেও আংশিকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে সোমবার রাজধানীর কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে বাসদের কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়। বাম গণতান্ত্রিক জোটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, ‘গ্যাসের দাম বৃদ্ধি ও বাজেটে লুটপাটের প্রতিবাদে আমরা এই হরতাল পালন করব।’