হজ : এবার কোরবানির পশুর দাম ৪৯০ রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক

হজ : এবার কোরবানির পশুর দাম ৪৯০ রিয়াল
ফাইল ছবি

সৌদি সরকার চলতি বছরের হজে কোরবানির পশুর দাম ৪৯০ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় ১১ হাজার টাকা) নির্ধারণ করেছে।

প্রতি বছরের মতো এবারও সৌদি সরকার কর্তৃক স্বীকৃত একক সংস্থা জেদ্দার ইসলামী উন্নয়ন ব্যাংক তাদের কোরবারি প্রজেক্টের মাধ্যমে কোরবানির পশুর এ দাম নির্ধারণ করে।

সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর (হজ) মুহাম্মদ মাকসুদুর রহমানের পাঠানো এক চিঠিতে হজযাত্রীরা যেন দালালের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে কোরবানির পশুর দাম পরিশোধ না করেন সে বিষয়ে সচেতন করার প্রতি গুরুত্বারোপ করেছেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

গত ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। হজ ফ্লাইট শেষ হবে ৫ আগস্ট। এছাড়া হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে