টানা বৃষ্টিতে চার দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনটি পানিবন্দি হয়ে পড়েছে। এতে বিপুল পরিমাণ টিকিটসহ মালামাল নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন রেলস্টেশন কর্তৃপক্ষ।
জানা যায়, টানা অবিরাম বৃষ্টির ফলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন টিকিট রুম, যাত্রী বসার রুমসহ স্টেশনের চারপাশ পানিবন্দি হয়ে পড়েছে।
পানিবন্দির কারণে টেলিফোন লাইন, লাইট, কম্পিউটারসহ বিপুল পরিমাণ মালামাল নষ্ট হচ্ছে। এ ছাড়া পানির কারণে যাত্রীদের সঠিক সময়ে টিকিট দেয়া যাচ্ছে না।
কসবা রেলস্টেশনে বুকিং সহকারী জসীমউদ্দিন মত ও পথকে জানান, পানির কারণে কোনো কাজ করতে পারছি না।
- রাষ্ট্রপতির আদেশক্রমে পুলিশে বড় রদবদল
- জেলা প্রশাসকদের ৩০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
- এরশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এ ব্যাপারে কসবা রেলস্টেশন মাস্টার মো. আবদুল মান্নান চৌধুরী জানান, নতুন লাইন নির্মাণ করতে তমা কোম্পানির বিভিন্ন পানির রাস্তা বন্ধ করার ফলে স্টেশনমাস্টার রুমসহ পানিবন্দি হয়ে পড়েছে। তমা কোম্পানিকে বারবার বলার পরও তারা কোনো উদ্যোগ নিচ্ছে না।