কানাডার গ্লোবাল টি-২০ লিগে ৯৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইউনিভার্স বস ক্রিস গেইল। তার ব্যাটে ভর করে ৬ উইকেটের জয় পেয়েছে ভ্যানকোভার নাইট। আর এডমন্টন রয়েল হারের বৃত্তেই বন্দি থাকল। এডমন্টনের দেওয়া ১৬৬ রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও ব্যাটিং দানব গেইলের ঝড়ো ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যানকোভার নাইট।
দারুণ এই ইনিংস খেলার পথে পাকিস্তান লেগ স্পিনার শাদাব খানের এক ওভারে ৩২ রান নেন ক্রিস গেইল। মারের চারটি ছক্কা এবং দুটি চার। গেইল শাদাব খানের প্রথম দুই বলে ছক্কা তোলেন। পরে এক জোড়া চার মারেন তিনি। শেষ দুই বলে আবার ছক্কা তোলেন এই ক্যারিবিয় ব্যাটিং দানব। ইনিংসের ১৩তম ওভারে শাদাব খানের ওপর চড়াও হন গেইল।
- আরও পড়ুন >> সৌদি আরবে নারী কর্মী খুন : কিছুই জানেনা এজেন্সি!
পরের ওভারেই অবশ্য গেইল আউট হন। গেইল আউট হওয়ার আগে ৪৪ বলে খেলেন দুর্দান্ত ওই ইনিংস। গেইল ছাড়াও শোয়েব মালিক খেলেন ৩৪ রানের ইনিংস। রয়েলসের হয়ে বেন কাটিং খেলেন ৭২ রানের ইনিংস। তিনি পরে ২৭ রান দিয়ে তিন উইকেটও নেন। এডমন্টন রয়েলসের দেওয়া রান তাড়া করতে নেমে ১৭ ওভারের মধ্যে লক্ষ্যে পৌছে যায় গেইলরা।