কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল নিয়ে মুখ খুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, অসাংবিধানিক পথে ৩৭০ ধারা বাতিল করেছে মোদি সরকার।
উত্তরপ্রদেশের সোনভদ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
প্রিয়াঙ্কা জানান, কাশ্মীরে যখন ৩৭০ ধারা বহাল করা হয়েছিল তখন বেশ কিছু নিয়মও তৈরি হয়েছিল। সেগুলি না মেনেই মোদি সরকার তা খারিজ করার কথা ঘোষণা করে। কারোর কোনো মতামতই নেয়নি বিজেপি সরকার। কংগ্রেস কিন্তু সবার মতামতের সমান গুরুত্ব দিয়েছে। সবার মতামত নিয়েই আলোচনা করেছে।
- কাশ্মীর ইস্যুতে সরকারের সময় নেয়া উচিত :ভারতীয় সুপ্রিমকোর্ট
- ন্যায্য দাম না পেয়ে চামড়া পুঁতে ফেলছেন মৌসুমী ব্যবসায়ীরা
গত সপ্তাহেই কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে লাদাখ এবং কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। বিরোধীরা এই নিয়ে সরব হলেও সংসদের দুই কক্ষেই পাস হয়ে যায় বিলটি।