সাড়ে ৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

সারাদেশ ডেস্ক

ট্রেন
ফাইল ছবি

সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ৭১৬ ডাউন ট্রেনটি ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কোটচাঁদপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাউসার মাহমুদ জানান, ঈশ্বরদী থেকে রাত পৌনে ১টায় রিলিফ ট্রেন কোটচাঁদপুর এসে পৌঁছে। এরপর লাইন মেরামত করার পর লাইনচ্যুত বগিটিকে লাইনে তোলা হয়। পরে রাত পৌনে ৩টার দিকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে