সব উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র হবে

ডেস্ক রিপোর্ট

সব উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র হবে
প্রতীকী ছবি

যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিটি উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন।

আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইয়েস বিডি ও ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ আয়োজিত যুবদের নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রে যুবকদের সুস্থ বিনোদনের জন্য যুব বিনোদন কেন্দ্র থাকবে। যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তরুণদের উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত করা হবে।

ইতোমধ্যে প্রায় ৫৫ লাখ যুবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মধ্যে প্রায় ২২ লাখ যুবক আত্ম-কর্মসংস্থানে নিয়োজিত হয়েছে। যুবকদের মাদকমুক্ত ও জঙ্গিবাদমুক্ত রাখতে সুস্থ বিনোদন চর্চা করতে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। প্রতিটি জেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনালের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর লরা ক্রাডিয়া এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আবুল হোসেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে