ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন,পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ এবং তিনি আশা প্রকাশ করেছেন একদিন নয়া দিল্লি ওই অংশ নিয়ন্ত্রণ করতে পারবে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটাই আশা প্রকাশ করেছেন এস জয়শঙ্কর। খবর এনডিটিভির।
তিনি বলেন, জম্মু ও কাশ্মীর সম্পর্কে মানুষ কী বলছে সে সম্পর্কে ‘উদ্বিগ্ন’ হওয়ার কোনো কারণ নেই। নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অবস্থান রয়েছে এবং থাকবে।
আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ। আমরা আশা করি একদিন এই অংশ আমাদের নিয়ন্ত্রণাধীন হবে।’
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ ৩৭০ ধারা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। ভারতের এই পদক্ষেপের সমালোচনা করে পাকিস্তান।
এস জয়শঙ্কর বলেন, জম্মু ও কাশ্মীর নিয়ে মানুষ কী বলছে, তা নিয়ে উদ্বিগ্ন হবেন না। ১৯৭২ সাল থেকেই ভারতের অবস্থান পরিষ্কার। আমার ক্ষেত্রে, আমার অবস্থান থাকবে। মার্কিন কংগ্রেসের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। তারা অনেক কিছু বলে, কারণ, মানুষ বিশেষ সদস্যদের কাছে যায় এবং যা বলার প্রয়োজন, সেটাই বলে।
তিনি বলেন, গোটা বিশ্বে আমায় দেখান, এমন একটি দেশ আছে কিনা, যারা বিদেশনীতি হিসেবে প্রতিবেশী দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের আশ্রয় নেয়।