ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ভারতে নিহত ১৩৪

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে প্রবল বর্ষণে ১৩৪ জন নিহত

এক সপ্তাহের বেশি সময় ধরে চলা ভারী বর্ষণের ফলে ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে।

এতে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার জানিয়েছে বিবিসি।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। সেখানে ৯৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে রাজ্যসরকার। এ ছাড়া বিহারে মারা গেছে অন্তত ৪১ জন।

অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় উভয় রাজ্যেই জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বিভিন্ন স্থানে বন্ধ হয়ে গেছে সড়ক ও রেলপথে চলাচল। বিদ্যুৎ নেই, বিশুদ্ধ খাবার পানিরও সংকট দেখা দিয়েছে। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।

বিহারের আবহাওয়া অফিস ২৪ ঘণ্টায় রাজ্যের ২৪ জেলায় আরও বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। বিহারের রাজধানী পাটনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তিন দিন লাগাতার বৃষ্টিতে ভেসে গেছে ঘরবাড়ি ও হাসপাতাল।

পাটনার সড়কপথে চলছে নৌকা। দুর্যোগের কারণে সব স্কুলও মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান ও মধ্যপ্রদেশেও প্রবল বর্ষণ হয়েছে। গত কয়েক দিনে ওইসব রাজ্যে প্রবল বৃষ্টির কারণে কয়েকজনের মৃত্যু হয়েছে।

উত্তরপ্রদেশে শুক্রবার স্বাভাবিকের থেকে ১৭০০ শতাংশ বেশি রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের পূর্বাঞ্চল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে