বন্দুকধারীর হামলায় জার্মানির সিনাগগে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

জার্মানি

বন্দুকধারীর হামলায় জার্মানির একটি সিনাগগে দু’জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের একটি সিনাগগে ইহুদিরা ছুটির দিনে প্রার্থনায় জড়ো হয়েছিলেন। সে সময় ওই সিনাগগের প্রবেশের চেষ্টা করেন ওই হামলাকারী।

ওই বন্দুকধারী পুরো ঘটনাটি সামাজিক মাধ্যমে লাইভ করেছেন। তিনি ওই হামলার ঘটনা একটি ভিডিও গেমের প্লাটফর্ম থেকে সরাসরি লাইভ করছিলেন। এরপরেই তাকে গ্রেফতার করা হয়।

তবে ওই ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে। ভিডিওর প্রথমেই তাকে আরবি ভাষা নিয়ে মন্তব্য করতে শোনা যায়। এরপরেই সে ওই সিনাগগে প্রবেশের চেষ্টা করেন এবং এর দরজায় গুলি করতে থাকেন।

সিনাগগে প্রবেশ করতে না পেরে কাছাকাছি থাকা দু’জন লোককে গুলি করেন ওই বন্দুকধারী।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি জার্মানির নাগরিক, বয়স ২৭ বছর। সে একাই এই হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে উগ্র-ডানপন্থি চিন্তা ভাবনা থেকেই সে এই হামলা চালিয়ে থাকতে পারে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে