রাজধানীর কাওরান বাজারে ১৬৫ ভাসমান স্থাপনা উচ্ছেদ

মহানগর প্রতিবেদক

কাওরান বাজারে উচ্ছেদ অভিযান
ছবি : সংগৃহিত

সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফলোআপ মনিটরিং হিসেবে রাজধানীর কাওরান বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসসি) ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার কাওরান বাজারে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

universel cardiac hospital

সে সময় মুরগী পট্টির ফুটপাত, কাঠপট্টির ফুটপাত, কাঁচা বাজারের ফুটপাত থেকে ১৬৫টি ভাসমান স্থাপনা অপসারণ করা হয়।

মাসুদ হোসেন বলেন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ডিএনসিসি উত্তরা, মহাখালী, ফার্মগেট, মিরপুর, গুলশান, ভাষানটেকসহ বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত এই সকল স্থানগুলো পুনরায় যাতে দখল হয়ে না যায় সেজন্য নিয়মিত মনিটরিং শুরু করছে ডিএনসিসি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে