সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, কোনো এমপির বিরুদ্ধে দুদক বা এনবিআরের অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী একথা বলেন।
সাংবাদিকরা জানতে চান যাদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে বা জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেবে কি না। এ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘দেখুন আমাদের দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার পর্যায় যখন আসবে, অভিযোগ এসেছে, অভিযোগটা যখন চার্জশিটে চলে যাবে, অভিযোগটা প্রমাণ হবে, যখন তার দণ্ড হবে, তখন তাকে আমরা দল থেকে বহিষ্কার করবো। কিন্তু অভিযোগ প্রমাণ হওয়ার আগে আপনি কীভাবে শাস্তি দেবেন? যে অভিযোগ এসেছে, সেটাতো পুরোপুরি সত্য নাও হতে পারে।’
এমপিদের নামে অভিযোগ এলেও এতে দলের ভাবমূর্তি খারাপ হবে না বলে মনে করেন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘অভিযানের ফলে সরকারের সৎ সাহসের পরিচয় পাওয়া যাচ্ছে। বরং ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে। তাই এ ক্ষেত্রে ভাবমূর্তি অনুজ্জ্বল হবে না।’
- আরও পড়ুন >> আওয়ামী লীগ কাদা-গ্লানিতে পরিপূর্ণ: মির্জ ফখরুল
এসময় তিনি উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় নিজের স্থলে অন্যজনকে দিয়ে পরীক্ষা দেয়ার অভিযোগ সংরক্ষিত আসনের এমপি তামান্না নুসরাত বুবলীর বিষয়ে কাদের বলেন, ‘সেটাতো দলীয় ব্যাপার আছে আমাদের। দলের পরবর্তী ওয়ার্কিং কমিটির মিটিংয়ে বিষয়টি আলোচনা করবো। তিনি দলের এমপি। তাই দলীয় সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে। আর যদি পার্লামেন্টারি গণতন্ত্রে জাতীয় সংসদের অবিভাবক স্পিকার রয়েছেন। তার গোচরে বিষয়টি নিশ্চয় আছে। তিনিও ব্যবস্থা নিতে পারেন। সেটাও দেখার বিষয়।’