ঝুলে আছে একাধিক বহুল আলোচিত মামলার বিচারকাজ

বিশেষ প্রতিবেদক

ঝুলে আছে বহুল আলোচিত মামলার বিচারকাজ
ফাইল ছবি

‘সরকার যদি চায় আমার বিচারডা করে দিতে পারে নুসরাতের মতো। আমার মাইয়াডাও তো একটা নুসরাতই। আমি গরিব মানুষ। কষ্ট কইরা মাইয়াডারে পালছিলাম সুখ-শান্তির আশায়। আমার তনুরেও নিষ্ঠুরভাবে মারছে। যারা মারছে ওগো যদি এমনই বিচার দেখতে পাইতাম…।’ কান্নাজড়িত কণ্ঠে সন্তান হত্যার বিচার চাইছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম।

বুধবার হত্যা মামলার তদন্ত এবং পরিবারের খবর জানতে চাইলে আনোয়ারা বেগম এমন আক্ষেপ করে গণমাধ্যমকে এসব কথা বলেন।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের পাশে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাড়ি ফেরেননি তনু। পরে তাঁর স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে ওই এলাকার একটি জঙ্গলে তনুর লাশ পায়। সাড়ে তিন বছরেও সন্তানের খুনের বিচার না পেয়ে হতাশায় ডুবে আছেন তনুর মা-বাবা।

তনু ছাড়াও ঢাকায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি, চট্টগ্রামের মাহমুদা খানম মিতু, নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের পর বছরের পর বছর পার হয়ে গেলেও তদন্তই শেষ হচ্ছে না। এমন অর্ধশত আলোচিত হত্যাকাণ্ডের মামলা রয়েছে।

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যার বিচারের পর তাদের স্বজনরা নতুন করে আশায় বুক বাঁধছে। তারা বলছে, সরকার ও প্রশাসন চাইলে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত হতে পারে।

আইনজীবী ও আদালত সূত্রগুলো জানায়, নুসরাত জাহান রাফির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় গত ৬ এপ্রিল। ৮ এপ্রিল এ ঘটনায় সোনাগাজী থানায় মামলা হয়। মাত্র ৪৮ দিনের মাথায় ২৮ মে ১৬ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। এরপর মাত্র ৬১টি কার্যদিবসে ৮৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক গ্রহণের পর গত ২৪ অক্টোবর ১৬ আসামির সবার ফাঁসির রায় দেওয়া হয়।

এর আগে ২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশে শিশু হত্যার দুটি চাঞ্চল্যকর ঘটনায় কম সময়ে মামলায় রায় হয়। সিলেটে ১৩ বছরের সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড এবং খুলনায় মলদ্বার দিয়ে হাওয়া ঢুকিয়ে ১৩ বছরের রাকিব হাওলাদারকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিচারের জন্য আদালতের সময় লাগে যথাক্রমে ১৯ ও ১১ কার্যদিবস।

এ তিনটি হত্যাকাণ্ডের বিচার প্রমাণ করে যে আন্তরিকতা ও সদিচ্ছা থাকলেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড বা ঘটনার দ্রুত বিচার সম্ভব।

ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ বলেন, নুসরাত হত্যা মামলায় সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা ছিল দ্রুত তদন্ত শেষ করার। তারপর রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আন্তরিকতা ছিল মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার। বিচারকেরও আন্তরিকতার কমতি ছিল না। সবার সম্মিলিত উদ্যোগে মামলা দ্রুত নিষ্পত্তি হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, আইনের লক্ষ্য হলো অপরাধীকে শাস্তি দেওয়া। সব ধরনের আইনি সুযোগ দিয়ে দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি ও বিচার শেষ করার নজির শেখ হাসিনার সরকার স্থাপন করেছে।

তিনি আরও বলেন, মামলার সব পক্ষের আন্তরিকতা থাকলে সব ঘটনারই দ্রুত বিচার সম্ভব।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, সব আলোচিত মামলা গুরুত্ব দিয়ে তদন্ত করে শেষ করার নির্দেশনা দেওয়া আছে। তবে কিছু ঘটনার তদন্তে সময় লেগে যায়।

গত ১০ অক্টোবর রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী লিশা হত্যা মামলার রায় হয়েছে। ঘটনার তিন বছর পর এই রায় হয়েছে। এর আগের দিন হবিগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে পানিতে ডুবিয়ে এক শিশুকে হত্যার বিচার করতে সময় লেগেছে ১৬ বছর।

২০১২ সালের ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি খুন হন।

তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটনের আশ্বাস দেন। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হাত ঘুরে তদন্তভার র‌্যাবের কাছে গেছে ওই বছরের ১৮ এপ্রিল। গত সাড়ে সাত বছরেও র‌্যাব তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি।

দীর্ঘদিনেও বিচার না পেয়ে হতাশ সাগর ও রুনির স্বজনরা। মামলার বাদী রুনির ভাই নওশের আলম রোমান বলেন, এখন কী তদন্ত হচ্ছে আমরা তার আর কিছুই জানি না।

২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় গৃহবধূ মাহমুদা খানম মিতুকে। তৎকালীন পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু, আর এ কারণেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। একপর্যায়ে বাবুলকেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে বাবুল পুলিশের চাকরিও ছেড়ে দেন। তবে এ ঘটনার নেপথ্য এখনো অজানা।

মিতুর বাবা মোশাররফ হোসেন আক্ষেপ করে বলেন, নুসরাতকে পুড়িয়ে মারার মামলায় যদি ৬১ কার্যদিবসে আসামিদের ফাঁসির আদেশ দেওয়া সম্ভব হয়, তাহলে তাঁর মেয়ের হত্যাকাণ্ডের মামলায় কেন তা হবে না? বাবুলকে বাঁচাতে পুলিশ গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তিনি।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার কামরুজ্জামান বলেন, মিতু হত্যা মামলার তদন্ত এখনো চলছে।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে পাঠাগারে যাওয়ার পথে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক থেকে স্কুলছাত্র ত্বকীকে অপহরণ করা হলে সেই রাতেই তার বাবা রফিউর রাব্বী নারায়ণগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। এর দুই দিন পর ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর খালের পাড় থেকে পুলিশ ত্বকীর লাশ উদ্ধার করে। এ ঘটনার সাড়ে ছয় বছর পার হলেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি।

১৬ বছরেও শেষ হয়নি মডেল তিন্নি হত্যা মামলার বিচার। ২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় সৈয়দা তানিয়া মাহবুব হক তিন্নির লাশ। ছয় বছরেরও বেশি সময় ধরে তদন্ত করে ২০০৮ সালের ৮ নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। কিন্তু বিচার এখনো হয়নি।

২০১৩ সালের ৩০ জুলাই রাজধানীর গুলশানে প্রকাশ্যে খুন করা হয় যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কীকে। ছয় বছরেও বিচার শুরু হয়নি। অথচ অভিযোগপত্র দেওয়া হয়েছে অনেক আগেই।

২০১১ সালের ২৩ এপ্রিল রাজধানীর হাজারীবাগে খুন হন বিশ্ববিদ্যালয়ে ছাত্রী কামরুন্নাহার নাদিয়া। তাঁকে হত্যা করে তাঁর স্বামী রেজা গাড়িতে লাশ তুলে ঘুরছিলেন লাশ গুম করার জন্য। আলোচিত এই হত্যাকাণ্ড ঢাকার একটি দায়রা আদালতে বিচারাধীন। আট বছর পার হলেও ওই হত্যা মামলার বিচার হয়নি এখনো।

এ ছাড়া রাঙামাটিতে ২৩ বছরে অপহৃত কল্পনা চাকমা হত্যা মামলার বিচার হয়নি এখনো।

টানা ১১ বছর সরকারি কৌঁসুলির দায়িত্ব পালনকারী ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আসগর স্বপন বলেন, সবার আন্তরিক চেষ্টা থাকলে দ্রুত বিচার নিষ্পত্তি করা সম্ভব। এ জন্য মামলার বাদী বা এজাহারকারীর আগ্রহ থাকতে হবে। তদন্ত কর্মকর্তাদের দ্রুত তদন্ত শেষ করতে হবে। নির্ভুল তদন্ত প্রতিবেদন দিতে হবে। সাক্ষীদের হাজির হতে হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে