বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, খোকা একজন বীর মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক ছিলেন।
আজ সোমবার সাবেক এ রাষ্ট্রপতির প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক শোক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
শোক বাণীতে তিনি বলেন, সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে আমি দুঃখিত এবং শোকাহত হয়েছি। তিনি আমার এলাকার লোক ছিলেন এবং দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি একজন দেশপ্রেমিক এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার সুন্দর আচরণের জন্য তিনি সাধারণ মানুষের দোয়া পাবেন।
- চলতি মাসেই বিডিআর বিদ্রোহ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়
- খোকার লাশ আনতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে : তথ্যমন্ত্রী
আমি তার আত্মীয়-পরিজনের জন্য সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করুন।