ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের ‘খ’ ইউ‌নিটের সাক্ষাৎকার স্থগিত

বিশ্ববিদ্যালয় প্র‌তি‌নি‌ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

আগামীকাল সোমবার ‌থে‌কে শুরু হ‌তে যাওয়া ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের ‘খ’ ইউনিটের সাক্ষাৎকারের পূর্ব নির্ধারিত সময়সূচি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থ‌গিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিব‌র্তিত সময়সূচি অনুযায়ী আগামী ১৬ ন‌ভেম্বর থে‌কে শুরু হ‌বে এই সাক্ষাৎকার।

আজ রবিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন কলা অনুষদের ডিন ও ‘খ’ পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, আগামী ১৬ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত চার শিফটে ১৫০ জন করে মেধাক্রম ০১ থেকে ৬০০ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ১৭ ন‌ভেম্বর রবিবার একইভাবে মেধাক্রম ৬০১ থেকে ১২০০ পর্যন্ত, ১৮ নভেম্বর সোমবার মেধাক্রম ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত এবং ১৯ নভেম্বর মঙ্গলবার মেধাক্রম ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

এছাড়া, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সঙ্গীত ও নৃত্যকলা বিষয়ের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার (১৩ অক্টোবর) খ ইউ‌নি‌টের ফল প্রকাশ করা হয়। এতে পাস করে প্রায় ২৩.৭২ শতাংশ শিক্ষার্থী।

এর আ‌গে গত ২১ সেপ্টেম্বর খ ইউ‌নি‌টের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪২ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে