প্রতি শুক্রবার উত্তরার ১১ নম্বর সেক্টর, সোনারগাঁও জনপথ সড়ক-এ ‘ গাড়িমুক্ত সড়ক’ কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পর এবার উত্তরার সোনারগাঁ জনপদ সড়কের একপাশকে কার ফ্রি স্ট্রিট (গাড়িমুক্ত সড়ক) করার উদ্যোগ নিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেক্টর ১১ এর ২/এ নম্বর সড়ক থেকে চৌরাস্তা পর্যন্ত গাড়ি মুক্ত থাকবে।
ডিএনসিসি জানিয়েছে, সে সময়ে এ সড়কে স্থানীয়রা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ওয়াকিং, সাইক্লিং, স্কেটিং, ঘুড়ি ওড়ানো, নৃত্য, গান, ছবি আঁকা, আড্ডা, বই পড়াসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।
- আরও পড়ুন >> কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী
- আরও পড়ুন >> সন্ধ্যায় হোটেল তাজ বেঙ্গলে শেখ হাসিনা-মমতা বৈঠক
- আরও পড়ুন >> ইডেন গার্ডেন্সে আজ শুরু হবে বাংলাদেশ-ভারত ঐতিহাসিক টেস্ট
সরজমিনে দেখা যায়, উত্তরার ১১ নম্বর সেক্টর, সোনারগাঁও জনপথ সড়ক। অন্য দিনগুলোতে এ সড়কে বাস, প্রাইভেট কারসহ যানবাহন ও পথচারীদের ভিড় থাকলেও শুক্রবার সকালের চিত্রটি ছিল একেবারেই ভিন্ন। এ সড়কে নেই কর্মস্থলে ছুটে চলা মানুষের ভিড়, সেই সঙ্গে নেই কোনো বাস, প্রাইভেট কার, রিকশাসহ অন্য যানবাহন।
প্রতিদিনের ব্যস্ত এ সড়কে আজ কেউ কেউ খেলছে ফুটবল, কেউবা ক্রিকেট। অন্য শিশুরা ব্যস্ত ক্যারাম, দাবা খেলতে। ছোট বাচ্চারা ব্যস্ত দৌড়-ঝাঁপ, বাস্কেটবল, স্ক্রেটিং আর সাইক্লিং করতে। এখানে শিশুদের খেলাধুলা জন্য বসানো হয়েছে নানা উপকরণ।
ছুটির দিনে এখানে খেলা করতে বাবা মার সঙ্গে এসেছে বিভিন্ন স্কুলের ছোট্ট শিশুরা। সড়কে ফুটবল খেলে ব্যস্ত সময় পার করছে তারা। এ উদ্যোগটি প্রসঙ্গে একজন অভিভাবক বলেন, ঢাকার শিশুরা চার দেয়ালে বন্দি থাকে সব সময়। উন্মুক্ত পরিবেশে খেলাধুলার কোন সুযোগ পায় না। শুক্রবার একদিন হলেও এমন উন্মুক্ত পরিবেশে শিশু কিশোরদের খেলাধুলার সুযোগ করে দিয়েছে ডিএনসিসি। উদ্যোগটা সত্যিই প্রশংসনীয়।