রাজধানীর কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়েছেন ৩৪ শ্রমিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বিকাল সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে।
কারখানাটিতে ওয়ান টাইম প্লেট তৈরি করা হতো বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঢামেকে ভর্তি হওয়াদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, কারখানাটিতে কিছু মেরামতের কাজ চলছিল। এ অবস্থায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আব্দুস সামাদ ঢাকাটাইমসকে বলেন, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে সন্ধ্যা ছয়টার দিকে ফায়ার সদস্যরা কারখানার ভেতরে প্রবেশ করে সার্চিং শুরু করেছে। ঘটনাস্থলে একজন পুরুষ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর বোঝা যাবে।
- যুক্তরাজ্য নির্বাচন : ইসলাম ও ইহুদি বিদ্বেষই প্রচারণায় মূল ইস্যু
- বঙ্গবন্ধু বিপিএলে সিলেটকে হারিয়ে চট্টগ্রামের শুভসূচনা
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে কমপক্ষে ৩৪ জন দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন। তাদেরকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।