মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে ৩৪টি ষাঁড়ের অংশগ্রহণে ‘ষাঁড়ের লড়াই’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মাসুদ আহমদের উদ্যোগে পৌর এলাকার বড়কাপনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়।
ষাঁড়ের লড়াই দেখতে শিশু কিশোর, নারী-পুরুষ, বুড়োসহ হাজারো মানুষের সমাগম ঘটে বড়কাপন মাঠে। সেই সাথে বর্ণিল রঙের ষাঁড়ের উপস্থিতি লড়াইকে শেষ পর্যন্ত একটি উৎসবে পরিণত করেছিল।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ষাঁড়কে বিচিত্র নামে ডাকা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য নাম দেয়া হয়েছে- হিরালাল, স্বপ্নের সেতু, বাংলাভাই, ফাটা কৃষ্ণ, নেওয়াজ পাগলা, দয়াল, কলঙ্কের ফুল, বিকট ইত্যাদি।
পরে প্রতিযোগীতায় বিজয়ী ষাঁড়ের মালিকদের হাতে পুরষ্কার তুলে দেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মাসুদ আহমদ, কাউন্সিলর ফয়ছল আহমদ, কৃষক দলের জেলা সভাপতি জমসেদ মিয়া প্রমুখ।