চিত্রশিল্পীর তুলিতে অতিথি পাখি

মত ও পথ প্রতিবেদক

চিত্রশিল্পীদের তুলিতে অতিথি পাখি

শীতে সুদূর সাইবেরিয়াসহ বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে বাংলাদেশে আসে অনেক অতিথি পাখি। এসব পাখি দেখতে আগ্রহ প্রকাশ করেন অনেকেই। এবার এক ঝাঁক তরুণ চিত্রশিল্পীর তুলিতে ফুটে উঠেছে সেসব অতিথি পাখি। শিল্পীরা তাদের তুলির আর জলরঙে ক্যানভাসে তুলে ধরেছেন অতিথি পাখিদের সৌন্দর্য।

সোম ও মঙ্গলবার ডট আর্টিস্ট গ্রুপ নামের একটি সংগঠনের আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখির চিত্রকর্ম তৈরির ক্যাম্পের আয়োজন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৩০ জন তরুণ চিত্রশিল্পী এতে অংশ নেন।

সংগঠনটি জানায়, শিল্পচর্চার মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য এবং রূপবৈচিত্র্য শিল্পীর ভাষায় সবার কাছে তুলে ধরাই তাদের উদ্দেশ্য।

দীপ্ত মোদক নামের ক্যাম্পের একজন আয়োজক মত ও পথকে বলেন, ডট আর্টিস্ট গ্রুপ তরুণ শিল্পীরা একসঙ্গে নিয়ে সৃজনশীল শিল্পচর্চার আয়োজন করেছে। এ আয়োজনের মধ্যদিয়ে আমাদের দেশের সৌন্দর্য, বাংলাদেশে অতিথি পাখিদের আনাগোনা এই চিত্রকর্মের মাধ্যমে দেশের বাইরে তুলে ধরা সম্ভব। এছাড়া শীতকালে জলরঙের মধ্যমে শিল্পীদের মনে ভাব প্রকাশ করা আনন্দ অন্যরকম।

সোম ও মঙ্গলবারের চিত্রকর্ম নিয়ে আগামীকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে