ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে আগামীকাল রোববার।
আজ শনিবার সন্ধ্যায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত সাংবাদিকদের জানান, বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের মেয়ের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
ওবায়দুল কাদের বলেন, প্রার্থীদের ব্যাপারে বিচার-বিশ্লেষণ করা হচ্ছে। পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছেও কিছু তথ্য আছে। তিনিও বিচার-বিশ্লেষণ করবেন। তাই আগামীকাল মেয়র এবং দল সমর্থিত কাউন্সিলদের নাম ঘোষণা করা হবে।
- ঢাকা সিটি নির্বাচন : উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ, দক্ষিণে ইশরাক
- অনিয়ম করলে বিমানে চড়া বন্ধ : শেখ হাসিনা
এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
এর আগে বুধবার সকাল থেকে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।