আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক কৌঁসুলি অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পি আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। বৃহস্পতিবার সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে গত শনিবার বাপ্পীকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফসাপোর্টে রাখা হয়।
অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পি সুপ্রিমকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এবং নবম ও দশম সংসদে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন প্রকৃত দেশপ্রেমিক ও প্রতিভাবান নারী নেত্রী। তার অকাল প্রয়াণে দেশ হারালো এই প্রজন্মের একজন সম্ভাবনাময় প্রদ্বীপকে। আমরা বাপ্পির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।