সব প্রকার ভয়-ভীতি উপেক্ষা করে আগামী ৩০ জানুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত করে দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
আজ শনিবার বিএনপি সমর্থিত ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজিম উদ্দিনের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করে তিনি এ আহবান জানান।
এর আগে সকাল সাড়ে ৯টায় তাবিথ আউয়াল উত্তরার জয়নাল মার্কেট থেকে প্রচার শুরু করেন। এরপর তিনি আজমপুর হয়ে চৈতি গার্মেন্ট, উত্তরখান মাজার, ময়নার টেক, মাস্টার বাড়ি, আটপাড়া, ফায়েদাবাদ ও চৌরাস্তায় জনসংযোগ করবেন।
গতকাল শুক্রবার রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ১ নং রোডের মসজিদে মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে ধানের শীষের প্রতীকের প্রচার শুরু করেন তিনি।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, আজ প্রচারের মাত্র দ্বিতীয় দিন। সামনের দিনগুলোতে দেখব সব প্রার্থী প্রচারণা সুষ্ঠুভাবে চালাতে পারেন কিনা। গতকাল বিকালেও আমাদের অনেক কাউন্সিলর প্রার্থী প্রতীক পেয়েছেন। তাদের প্রচারকাজ দেরিতে শুরু করতে হয়েছে।
নির্বাচন নিয়ে সবাই শঙ্কায় আছে মন্তব্য করে তিনি বলেন, আমরা আশা করব জনগণ যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে পদক্ষেপ ইসি নেবে।
তাবিথ বলেন, ঢাকার নতুন ওয়ার্ডগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়ন করব; যাতে আধুনিক ঢাকার সঙ্গে নতুন ওয়ার্ডের সমতা আসে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মুখে শুধু উন্নয়নের বুলি, বাস্তবে কোনো উন্নয়ন হচ্ছে না। চলছে সন্ত্রাস দুর্নীতি লুটপাট আর অপশাসন। নগরবাসী কর দিয়েও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। তাই ভোটারদের প্রতি আমার অনুরোধ দেশনেত্রী খালেদা জিয়ার মার্কা ধানের শীষকে বিজয় করে সরকারের সব অপকর্মের জবাব দেবেন।
তিনি আরও বলেন, ভোটাররা সরকারের দুর্নীতি অপশাসনের শিকার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অনেক নাগরিক। তারা এর জবাব চায়, বিচার চায়। সেই বিচার আমরা জনগণকে নিয়ে করব। ঢাকাকে বাঁচাতে আমাদের সব পরিকল্পনা শুরু করতে হবে। আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে।
এ সময় তাবিথের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, ঢাকা উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেওয়ান মো. নাজিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এবিএম রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।