১৩ আগস্ট সোমবার ব্রাহ্মণাবাড়িয়া জেলা সমিতি ঢাকা‘র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। স্থায়ী কার্যালয় মাহবুব প্লাজায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি।
সভায় আগামী ০৬ অক্টোবর ২০১৮ তারিখে ব্রাহ্মণবাড়িয়াস্থ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা সমিতির উদ্যোগে ‘সম্মাননা ও শিক্ষা বৃত্তি-২০১৮’ প্রদানের সিদ্ধান্ত হয়। এছাড়া রাষ্ট্রীয় পদক প্রাপ্ত জেলার কৃতিসন্তান অ্যারোমা দত্ত (রোকেয়া পদক-২০১৬), ওস্তাদ আজিজুল ইসলাম (একুশে পদক-২০১৭), মোরশেদুল ইসলাম (জাতীয় চলচ্চিত্র পদক-২০১৫), আলী যাকের (একুশে পদক-১৯৯৯), সারা যাকের (একুশে পদক-২০১৭), শেখ সাদি খান (একুশে পদক-২০১৭) কে সম্মাননা দেয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।
সমিতির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি এর একমাত্র জামাতা ড. এম সানজিব হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার দেব পিএইচডি ডিগ্রি অর্জন করায় সমিতির পক্ষ থেকে তাঁদেরকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।
সভায় ‘সম্মাননা ও শিক্ষা বৃত্তি-২০১৮’ উপলক্ষ্যে সন্তোষ কুমার দেবকে প্রকাশনা উপকমিটির আহবায়ক করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার শাহজাহান খাদেম, মো. মোশারফ হোসেন, মো. আব্দুল হামিদ, নূরুন্নাহার ওসমানী, সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল নূর, যুগ্ম সাধারণ সম্পাদক, এড. আবু আমজাদ, কোষাধ্যক্ষ, তোফাজ্জল হোসেন, এফসিএ, সাংগঠনিক সম্পাদক, সৈয়দ তৌফিক আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক, শাহানাজ বেগম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক, সন্তোষ কুমার দেব, দপ্তর সম্পাদক, মো. আবুল কাশেম, উপ-দপ্তর সম্পাদক, খন্দকার ইশতিয়াক রুমেল।
সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাব্লিউ .এইচ. আলমগীর, আলহাজ¦ কাজী আবুল বাশার, আজিজুল হক, মো. এনামুল হক, সনৎ কুমার সাহা, আলী আশরাফ, শাহ আলম, আতিকুল হক, খন্দকার এনামুল বাছির, রুমানা শাহীন শেফা, আলহাজ্ব আবু তাহের সরকার, মো. আবু মুছা আনছারী, সৈয়দ এখতেশামুল বারী (তানজিল), মোহাম্মদ শরাফত হোসেন, ডা. মিজানুর রহমান এবং মো. বাবুল মিয়া।