খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে সমাবেশ ও দোয়ার কর্মসূচি

মত ও পথ প্রতিবেদক

খালেদা জিয়া
খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্ণ হচ্ছে আগামী শনিবার। ওই দিন সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।

সমাবেশের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করবে দলটি।

কর্মসূচির মধ্যে আছে ৭ ফেব্রুয়ারি শুক্রবার খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশব্যাপী বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশের পাশাপাশি সারাদেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশ।

খালেদা জিয়ার দ্বিতীয় কারাবর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো পোস্টার ও লিফলেট প্রকাশ করবে বলে জানান বিএনপি মহাসচিব।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় সাজায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। গত বছরের ১ এপ্রিল অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কেবিন ব্লকের একটি কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে