২০২১ সালের কলকাতার ৪৫তম আন্তর্জাতিক বইমেলা বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। একইসঙ্গে আগামী বছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি করা হয়েছে ‘বাংলাদেশ’।
রোববার কলকাতার আন্তর্জাতিক বইমেলার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
গত ২৮ জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৪৪তম আসর শুরু হয়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ঘিরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কলকাতার আন্তর্জাতিক বইমেলার কর্তৃপক্ষ।
এবারের কলকাতার বইমেলার থিম কান্ট্রি ছিল রাশিয়া।