দিল্লির দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লির দাঙ্গা
ফাইল ছবি

ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে গত সপ্তাহের সাম্প্রদায়িক দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জন। বৃহস্পতিবার আরও ছয়জনের মৃত্যুর খবর জানিয়েছে গুরু তেগ বাহাদুর হাসপাতাল। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জন।

এছাড়া, আরএমএল হাসপাতালে মারা গেছেন পাঁচজন, এলএনজিপি হাসপাতালে তিনজন ও জগ প্রবেশ চন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে দিল্লি পুলিশের এক হেড কনস্টেবল ও একজন ইনটেলিজেন্স ব্যুরোর কর্মী রয়েছেন।

গত সপ্তাহে টানা পাঁচদিন ধরে তাণ্ডব চলেছিল উত্তর-পূর্ব দিল্লিতে। নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ পরে রূপ নেয় সাম্প্রদায়িক দাঙ্গায়, যার বলি হলেন অর্ধশতাধিক মানুষ।

দাঙ্গার সময় অসংখ্য দোকানপাট, বাড়িঘর, স্কুল পুড়িয়েছে দিয়েছে দৃর্বৃত্তরা। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, ওই সময় অন্তত ৭৯টি বাড়ি এবং ৩২৭টি দোকানে আগুন দেয়া হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগ এখন পর্যন্ত ১ হাজার ৮২০ জনকে গ্রেফতার করা হয়েছে, মামলা হয়েছে ৬৫৪টি। এর মধ্যে অস্ত্র আইনে মামলা চারটি। দাঙ্গায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টাইমস

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে