কিশোরগঞ্জে আখের রস খেয়ে একই পরিবারের ৫ জন হাসপাতালে

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরবে আখের রস খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ হয়ে পড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের নিউ টাওন এলাকায় এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন- রহমত আলী (৩৫), তার মেয়ে ঝুমা (১৪), ভাতিজা সাদ্দাম (১০), সাগর (১২) ও পুষ্প বেগম (৩০)। এদের মধ্য ঝুমাকে ঢাকায় পাঠানো হয়েছে। অপর চারজন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, ঝুমার দূর সম্পর্কের এক নানা শুক্রবার বিকেলে বাড়িতে এসে সবাইকে আখের রস খাওয়ান। রস খাওয়ার কিছুক্ষণ পর তারা বমি করতে থাকেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

রহমত আলী বলেন, আমার চাচাতো শ্বশুর সখ করে বিকেলে আখের রস খাওয়ালে এ ঘটনা ঘটে। আখের রসে কিছু ছিল কি-না আমরা জানি না।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তানজিনা বেগম বলেন, আখের রসে নেশা জাতীয় পদার্থ ছিল বলে আমরা ধারণা করছি। তবে পরীক্ষা করার পর বলা যাবে কীভাবে ঘটনা ঘটল। এখন তারা অসুস্থ তাই এতকিছু জিজ্ঞাসা না করে চিকিৎসা করছি। একজনের অবস্থা গুরুতর দেখে ঢাকায় পাঠিয়েছি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে