করোনায় চীনের উহানে প্রকৃত মৃত্যু ৪২ হাজার?

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় মৃত্যু
ফাইল ছবি

করোনা তাণ্ডবে কাঁপছে বিশ্ব। এরই মধ্যে করোনায় মৃত বা আক্রান্তের সংখ্যা নিয়ে তৈরী হয়ে ধোঁয়াশা। চীনের উহানে প্রাণঘাতী এই করোনার প্রথম উৎপত্তি হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, করোনায় শুধুমাত্র উহান শহরেই ৪২ হাজার মানুষের প্রানহানি হয়েছে। তবে সরকারী হিসেব বলছে  উহানে করোনায় মারা গেছে ৩ হাজার ৩শ মানুষ আর আক্রান্ত হয়েছে  ৮১ হাজারের বেশি মানুষ।

উহানের বাসিন্দাদের দাবি প্রতিদিনই অসংখ্য মৃতদেহ সৎকারের কাজ করা হয়েছে।  স্থানীয়দের দাবি, ২৪ ঘন্টায় ৩ হাজার ৫শ মানুষের সৎকার করা হয়েছে ওই শহরে। এ থেকেই বোঝা যায় ১২ দিনে ৪২ হাজার মানুষের মরদেহ পোড়ানো  হয়েছে। বাসিন্দাদের দাবি এপ্রিলের ৫ তারিখ স্থানীয়  কিং মিং উৎসবের আগেই মরদেহ পোড়ানো ছাই অর্থাৎ অস্থি খুঁজে পাওয়া যাবে। 

এদিকে হুবেই প্রদেশে যাদের করোনা ধরা পড়েনি তারা দীর্ঘ ২ মাস পর  চলতি মাসের ২৫ তারিখ মধ্যরাত থেকে প্রদেশের বাইরে যাওয়ার অনুমতি পেয়েছে। তবে উহান শহরে যাতায়াতের ব্যাপারে এপ্রিলের ৮ তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে