ক্রিকেটারদের বেতন কাটবে না দ. আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সাজঘরে ফেরত পাঠিয়ে দ. আফ্রিকার খেলোয়াড়দের উল্লাস
ছবি : টুইটার

মহামারী করোনাভাইরাসে বিশ্বের বহু দেশে লকডাউন চলছে। বিশ্ব অর্থনীতি ধাক্কা খেয়েছে চরমভাবে। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন কেটে নিচ্ছে বিভিন্ন দেশের ক্রীড়া সংস্থাগুলো।

সম্প্রতি নিজেদের বেতনের ৭০ শতাংশ কাটতে সম্মতি দিয়েছেন বার্সেলোনার খেলোয়াড়রা। গুঞ্জন, চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন কাটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

universel cardiac hospital

তবে ভিন্ন চিন্তা করছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। খেলোয়াড়দের বেতন না কাটার সিদ্ধান্ত নিয়েছে সিএসএ। ২০২০-২১ মৌসুমে তাদের বেতন কর্তন করবে না দেশটির ক্রিকেট বোর্ড।

আপাতত খেলোয়াড়দের বেতন কাটা হবে না বলে জানিয়েছেন সিএসএর প্রধান নির্বাহী জ্যাক ফল। তবে এ সমস্যা দীর্ঘায়িত হলে ভবিষ্যতে এর সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমকে জ্যাক ফল বলেন, আমাদের নির্দিষ্ট বাজেট আছে। বেশ অর্থ সঞ্চিত আছে। এ সংকটময় পরিস্থিতিতেও পুরো মৌসুম চালানোর মতো সামর্থ্য আমাদের আছে।

ওই বাজেটের আওতায় আছেন খেলোয়াড়াও- এ কথা জানিয়ে তিনি বলেন, বাজেটটি কেন্দ্রীয় একটা প্রক্রিয়া এবং জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়রা এর আওতায় আছেন।

তবে ভবিষ্যতের জন্য ক্রিকেটারদের হুশিয়ার করেছেন ফল। বলেছেন, জমা অর্থ দিয়ে কতদিন খরচ চালানো যাবে, তা বলা যাচ্ছে না। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটি দেখতে হবে আমাদের। করোনায় উদ্ভূত অবস্থা কতদিন থাকে, সেদিকে নজর রাখতে হবে। আর্থিক খাতে এ অবস্থা কতটা প্রভাব ফেলে, সেটিই এখন আসল ব্যাপার।

সিএসএপ্রধান নির্বাহী বলেন, তবে এ মৌসুমে খেলোয়াড়দের বেতন কম দেয়ার কারণ দেখি না। সামনে খারাপ পরিস্থিতি এলে, খেলোয়াড়দের তা কমাতে বাধ্য হব আমরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে