তালেবানের সঙ্গে আফগান সরকারের যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ঈদুল আজহা সামনে রেখে জঙ্গিগোষ্ঠী তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। ব্রিটিশ শাসন থেকে আফগানিস্তানের স্বাধীনতার ৯৯তম বার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার কাবুলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট গনি। খবর আলজাজিরা।

তিনি বলেন, সোমবার থেকে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি শুরু হবে এবং তালেবানরা যতদিন এ যুদ্ধবিরতির প্রতি সম্মান জানাবেন, ততদিন এটি কার্যকর থাকবে। প্রকৃত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার যে স্বপ্ন আফগান জনগণ দেখেন, তা বাস্তবায়নের উদ্দেশ্যে ঘোষিত এ যুদ্ধবিরতিকে তালেবান নেতারা স্বাগত জানাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট গনি বলেন, ‘শর্তযুক্ত’ এ যুদ্ধবিরতি তিন মাস কার্যকর রাখার চেষ্টা করা হবে। শুধু তালেবানের প্রতি এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, অন্য সন্ত্রাসীগোষ্ঠী এ যুদ্ধবিরতির বাইরে থাকবে। আফগানিস্তানে উগ্র জঙ্গিগোষ্ঠী আইএসের সক্রিয় উপস্থিতি রয়েছে।

তালেবানরা প্রেসিডেন্ট গনির এ ঘোষণা সম্পর্ক বলছেন, তারা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এ সময়ে শত শত বন্দিকে তালেবানরা মুক্তি দেবে বলে ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে