মহামারি করোনাভাইরাস কেড়ে নিল বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভূইয়ার (৭৫) প্রাণ।
গতকাল বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির
চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মঈনউদ্দিন মঈন।
- আরও পড়ুন >> আবহাওয়া: আরও তিন দিন হতে পারে ভারী বর্ষণ
উল্লেখ, প্রয়াত মোঃ ইসহাক ভূইয়া ১৯৪৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি মুজিব বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার ছিলেন।