লাদাখের গলওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহতের ঘটনায় হুংকার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, সেনা জওয়ানদের বলিদান বৃথা যাবে না। উপযুক্ত জবাব দিতে প্রস্তুত ভারত।
আজ বুধবার এক সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি করেন।
সোমবার রাতে গলওয়ান উপত্যকায় ভারত-চিন সেনা সংঘর্ষে এক কর্নেল ও ১৯ সেনা জওয়ানের মৃত্যুর পর এই প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত শান্তি চায়। কিন্তু কেউ প্ররোচনা দিলে যেকোনো পরিস্থিতিতে তার উপযুক্ত জবাব দিতেও প্রস্তুত।’
শহীদ সেনাদের প্রতি দেশবাসীর গর্বের কথা জানান মোদি। বলেন, ‘আমাদের বীর শহিদ জওয়ানদের বিষয়ে দেশবাসী গর্ব করতে পারে যে, তারা মারতে মারতে মরেছেন।’
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যেকোনো বোঝাপড়ার প্রশ্ন নেই, সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অখণ্ডতা আমাদের কাছে সবার উপরে। তা নিয়ে কোনো সমঝোতা করা হবে না।’’
ভাষণ শেষে নিহত সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে দুই মিনিট নীরবতা পালন করা হয়।
বেশ কদিন ধরে ওই সীমান্তে উত্তেজনা চলছে দুই দেশের মধ্যে। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ, প্রতিপক্ষের সেনারা সীমান্ত অতিক্রম করে তাদের ভূমিতে লখল নিয়েছে।
এই উত্তেজনার মধ্যে সোমবার প্রথমে ভারতের এক কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও দুজন সেনা নিহত হন। এরপর উত্তেজনা চরমে ওঠে।
পরে রাতে দুই পক্ষের সেনাদের সংঘর্ষে ভারতের ২০ জনের বেশি সেনা নিহত হন। আর ভারতের দাবি চীনের ৪৩ জন সেনা হতাহত হন।
ওই সংঘর্ষে আগ্নেয়াস্ত্র নয় দুই পক্ষই লোহার রড, লাঠি ও পাথর ব্যবহার করে বলে ভারতের গণমাধ্যমের খবরে জানা যায়।