সিঙ্গাপুরে চলছে ভোটগ্রহণ

সিঙ্গাপুর প্রতিনিধি

সিঙ্গাপুরে চলছে ভোটগ্রহণ

করোনার সংকটজনক পরিস্থিতিতেও সিঙ্গাপুরের চলছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। এখন পর্যন্ত মহামারি চলাকালীন হাতে গোনা কয়েকটি দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে ভোটাররা গ্লাভস এবং মাস্ক পরে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। সেই সাথে রয়েছে অধিক সুরক্ষার ব্যবস্থাও।

এবারও বরাবরের মতো সিঙ্গাপুরের ক্ষমতাসীন দলই ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির স্বাধীনতার পর থেকে পিপলস অ্যাকশন পার্টি  শাসন করে আসছে। বর্তমানেও এর ক্ষমতা বহাল থাকবে বলে বহুল প্রত্যাশা।

পিএপির জয়ের ফলে বর্তমান প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুং আরও আবারও বহাল হবেন। ২০০৪ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন তিনি। পিএপির সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ওয়ার্কার্স পার্টি।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে সিঙ্গাপুর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি। করোনা মহামারিতে দেশটিতে মৃত্যু হার কম হলেও ৪৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। কয়েক সপ্তাহের কঠোর লকডাউনের পর জুনের পর থেকে সব কিছু শিথিল করা হয়েছে ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে