রাজনীতিতে পা রাখছেন গৌতম গম্ভির

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘদিন জাতীয় দলে নেই ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভির। এদিকে আইপিএলের সর্বশেষ মৌসুমেও খুব একটা ভালো করতে পারেননি। ফলে তার ক্রিকেট ক্যারিয়ার অস্তাচলের দিকেই আছে বলা যায়। এর মধ্যে গুঞ্জন, ক্রিকেটের মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে সক্রিয় হচ্ছেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।

এমন বাস্তবতায় দেশটির গণমাধ্যমের খবর, ভারতের ক্ষমতাসীন জনতা পার্টির (বিজেপি) টিকিটে দিল্লি থেকে লোকসভার নির্বাচনে লড়তে পারেন তিনি।

ভারতের সেলিব্রেটিদের মধ্যে রাজনীতিতে যোগ দেওয়ার প্রবণতা বেশ ভালো রকমই রয়েছে। বলিউডের তারকা কিংবা স্টার ক্রিকেটারদের চাহিদা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও।

এর আগে মনসুর আলী খান পাতৌদি, বিনোদ কাম্বলি, প্রবীণ কুমার, মোহাম্মদ আজহারউদ্দিন, নভোজৎ সিং সিধুসহ অনেক ক্রিকেটারই রাজনীতির ময়দানে নতুন ইনিংস গড়েছেন। সেই পথ ধরে গম্ভিরকেও দেখা যেতে পারে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে।

জানা গেছে, দিল্লির ঘরের ছেলেকে দেখা যেতে পারে বিজেপি’র প্রার্থী হিসেবে। নরেন্দ্র মোদি-অমিত শাহর নেতৃত্বে প্রায় সারা ভারত দখল করলেও দিল্লিতে এখনও সেইভাবে সুবিধা করে উঠতে পারেনি হিন্দুত্ববাদী এই দলটি। তাই দিল্লি দখলে গম্ভিরের ভাবমূর্তিকে কাজে লাগাতে চাইছে দলটি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই বিভিন্ন ইস্যুতে বেশ জাতীয়তাবাদী মন্তব্য করে থাকেন গম্ভির। যা আশা দেখাচ্ছে বিজেপিকে। দিল্লিতে বর্তমানে ক্ষমতায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

ভারতের হয়ে ৫৮ টেস্টে ৪১৫৪ রান করেছেন গম্ভির, রয়েছে ৯টি সেঞ্চুরি। এছাড়া ১৪৭ ওয়ানডেতে ১১ সেঞ্চুরিসহ তার রান ৫২৩৮। আর ৩৭ টি-টুয়েন্টিতে রান করেছেন ৯৩২।

গম্ভির ভারতকে ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া তার নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স দুইবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জেতে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে