এশিয়ান গেমসের সেমিফাইনালের মতো বড় মঞ্চে বিশ্বের এক নম্বর তারকার মুখোমুখি হওয়া নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ৷ চ্যালেঞ্জটা গ্রহণ করলেও বিশ্বসেরা তাই জু য়িংয়ের বিরুদ্ধে ব্যক্তিগত দ্বৈরথে বিশেষ সুবিধা করতে পারলেন না সাইনা নেহওয়াল৷ ফলে শেষ চারের হার্ডলে আটকে এ যাত্রায় ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ভারতীয় শাটলারকে৷
চাইনিজ তাইপের প্রতিপক্ষের বিরুদ্ধে সাইনার মুখোমুখি লড়াইয়ের রেকর্ড মোটেও আশাব্যঞ্জক ছিল না৷ তা সত্ত্বেও আশায় বুক বেঁধেছিল ভারতীয় শিবির৷ গত নয়বার জু য়িংয়ের বিরুদ্ধে খেলতে নেমে প্রত্যেকবারই হারের মুখ দেখতে হয়েছিল সাইনাকে৷ এশিয়ান গেমসের আসরে টানা দশম হার হজম করতে হল ভারতীয় তারকাকে৷
শুরু থেকে তুমুল লড়াই চালালেও ১৯ মিনিটে সাইনা প্রথম গেম হেরে বসেন ১৭-২১ ব্যবধানে৷ দ্বিতীয় গেমে পিছন থেকে শুরু করে একসময় মিড গেম ব্রেকের পর এক পয়েন্টের লিড নিয়েছিলেন নেহওয়াল৷ তবে নেটে পর পর ভুল শট খেলার মাশুল দিয়ে ১৭ মিনিটের লড়াইয়ে সাইনা দ্বিতীয় গেম হেরে বসেন ১৪-২১ ব্যবধানে৷
স্ট্রেট গেমে সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেন তাই জু য়িং এবং নূন্যতম রুপোর পদক নিশ্চিত করেন৷ ২০১৪ ইঞ্চিয়ন এশিয়ান গেমসের টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা৷ এবার জাকার্তায় জিতলেন ওমেনস সিঙ্গলসের ব্রোঞ্জ পদক৷